parbattanews

দীঘিনালায় নদীতে ডুবে নিহত যুবকের পরিবারকে অর্থ সহায়তা প্রদান

খাগড়াছড়ির দীঘিনালায় মাইনী নদীতে ডুবে নিহত যুবক রিকন চাকমার (২৫) পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলম নগদ অর্থ সহায়তা হিসেবে এই ১৫ হাজার টাকা তার পরিবারের নিকট তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবদুস সালাম

জানা যায়, গত শুক্রবার সকালে মাইনী নদীতে লাকড়ি ধরতে গিয়ে নিখোঁজ হন রিকন চাকমা (২৫)। নিখোঁজ রিকন চাকমার বাড়ি উপজেলার ৫ নম্বর বাবুছড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের দাদন কারবারিপাড়ায়। পরে গত রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার মেরুং ইউনিয়নের উজানছড়ি এলাকায় ঘটনাস্থল থেকে ৩০ কিলোমিটার দূরে ভাসমান অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয় ।

এ ব্যাপারে ৫নং বাবুছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ১নং ওয়ার্ডের সাবেক সদস্য ও দাদন কারবারিপাড়ার বাসিন্দা সমর বিজয় চাকমা বলেন, রিকনের লাশ মাইনী নদীতে ভাসতে দেখে লোকজন খবর দেন। পরে গ্রাম থেকে লোকজন গিয়ে লাশ শনাক্ত করেন। যেখানে লাশ পাওয়া গেছে, তা ঘটনাস্থল থেকে ৩০ কিলোমিটার দূরে।

Exit mobile version