দীঘিনালায় নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ
দীঘিনালায় নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে কবাখালী ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কবাখালী ইউনিয়ন বিট পুলিশিং কমিটির সভাপতি মোঃ মাহবুব আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কবাখালী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ মফিজুর রহমান, ইউপি সদস্য নওশাদ আলী, কবাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল হান্নান, সিনিয়র সাব ইন্সপেক্টর আনোয়ার হোসেন এবং এস আই পিযুষ কান্তি দে প্রমূখ।
সমাবেশে নারী ধর্ষণ ও নির্যাতন প্রতিরোধসহ সকল প্রকার অপরাধ দমনে সামাজিকভাবে সোচ্চার ও সচেতন হওয়ার আবহান জানান তারা।