parbattanews

দীঘিনালায় নিরাপত্তাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

দীঘিনালা প্রতিনিধি:

দীঘিনালা উপজেলার দুর্গম ধনপাতাছড়া এলাকায় চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়েছে।

সোমবার(২৭ নভেম্বর) দীঘিনালা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প পরিচালনা করেন দীঘিনালা জোনের চিকিৎসা কর্মকর্তা ক্যাপ্টেন সালমান সাব্বির।

এসময় দুর্গম ধনপাতাছড়া, কমলছড়ি, কালেন্দ্র কার্বারীপাড়াসহ পাশ্ববর্তী এলাকার গরীব ও দুস্থ উপজাতীয় লোকজনের মাঝে ওষুধ ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

চিকিৎসা নিতে আসা কালেন্দী চাকমা (৬০) জানান, দীর্ঘ দিন যাবৎ জ্বর, কাশী, শরীরে ব্যাথায় ভোগছি। টাকার অভাবে চিকিৎসা নিতে পারছি না। নিরাপত্তাবাহিনী এখানে বিনামূল্যে ওষুধ দিচ্ছে শুনে ওষুধ নিয়েছি।

এব্যাপারে চিকিৎসা কর্মকর্তা ক্যাপ্টেন সালমান সাব্বির জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন দুর্গম এলাকার লোকজন চিকিৎসা নিতে এসেছেন। এখন পর্যন্ত ষাটজন বিভিন্ন বয়সী রোগীর চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়েছে। এসময় তিনি আরো জানান, এধরনের চিকিৎসা ক্যাম্প ভবিষ্যতে অব্যহত থাকবে।

Exit mobile version