parbattanews

দীঘিনালায় পঁচিশ ফুট উচ্চতার বৌদ্ধ মূতির নির্মাণ কাজ উদ্ধোধন


দীঘিনালা প্রতিনিধি,:
দীঘিনালায় উপজেলার কামাকুছড়া ধর্মাঙ্কুর ধলাইমা বৌদ্ধ বিহারে পঁচিশ ফুট উচ্চতার বৌদ্ধ মূর্তির নির্মাণকাজ উদ্ধোধন করা হয়েছে। রবিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৌদ্ধ বিহারে মূর্তি নির্মাণকাজ উদ্ধোধন করেন, দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস জিয়াউদ্দীন মাহমুদ।

কামাকুছড়া ধর্মাঙ্কুর ধলাইমাবৌদ্ধ বিহারের অধ্যক্ষ করুণা বংশ বিক্ষুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ওবৌদ্ধ মূর্তি নির্মাণকাজ কমিটির আহবায়ক মিজ শতরুপা চাকমা, ২নম্বর বোয়ালখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা এবং দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু প্রমুখ।

এ ব্যাপারে কামাকুছড়া ধর্মাঙ্কুর ধলাইমাবৌদ্ধ বিহারের অধ্যক্ষ করুণা বংশ ভিক্ষু জানান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নির্মিত হচ্ছে এই বৌদ্ধ মূর্তি। এতে প্রায় ৪০ লক্ষ টাকা খরচ হবে। ইতিমধ্যে জেলা পরিষদ থেকে প্রথমে চার লক্ষ টাকা এবং পরে চার লক্ষ টাকা বরাদ্দ দিয়ে কাজ শুরু করা হয়েছে। আগামী ২০১৮ সালে এই বৌদ্ধমূর্তি নির্মাণ কাজ শেষ হবে।

Exit mobile version