parbattanews

দীঘিনালায় পাঁচ গ্রামে নিয়মিত সুপেয় পানি সরবরাহ করবে সেনাবাহিনী

দীঘিনালায় পাঁচ গ্রামে নিয়মিত সুপেয় পানি সরবরাহ করবে, দীঘিনালা জোনের সেনাবাহিনী। এতে করে ওইসব গ্রামের ছয়শত পরিবার নিরাপদ পানি সুবিধা পাবে। গত শনিবার সকালে উপজেলার রিজার্ভ ছড়া এলাকায় সুপেয় পানি বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন দীঘিনালা জোনের জোনাল স্টাফ অফিসার-ক্যাপ্টেন সুহ্নদ শুভানন।

জানাযায়, শুষ্ক মৌসুম এলেই দীঘিনালা উপজেলার, রিজার্ভ ছড়া, জোড়া ব্রিজ, নয়মাইল, সীমানা পাড়া, মিলন কার্বারী পাড়া গ্রামে পানির স্তর নিচে নেমে গেলে ছড়া ঝিরি, ঝরণা শুকিয়ে যায়। ফলে এসব গ্রামের প্রায় ৬শত পরিবারেরে সুপেয় পানির সংকট দেখা দেয়। এসব গ্রামের পানির কষ্ট দূর করতে  গত শনিবার উপজেলার রিজার্ভছড়া, জোড়াব্রিজ, নয়মাইল, সীমানা পাড়া গ্রামে পানি বিতরণ কর্মসূচি চালু করে দীঘিনালা জোনের সেনাবাহিনী। ফলে ওইসব গ্রামের লোকজন সুপেয় পানির সুবিধায় আসে।

শনিবার সকালে জোড়াব্রীজ এলাকায় পানি নিতে আসা চিজিবি চাকমা (২৮) জানান, শুষ্ক মৌসুম এলেই এলাকায় আর পানি পাওয়া যায় না। ঝিরি ঝরণাগুলিও শুকিয়ে যায়। অনেক কষ্ট করে দূর থেকে পানি আনতে হতো!

কবাখালী ইউনিয়নে সাবেক মেম্বার অমিয় কান্তি চাকমা জানান, এ এলাকায় সুপেয় পানির হাহাকার পড়েছিলো। কোথাও খাওয়ার নিরাপদ পানি ছিলো না। সেনাবাহিনীর উদ্যোগে নিরাপদ পানি পেয়ে খুব ভালো লাগছে। এখন নিয়মিত ৬শত পরিবার সুপেয় পানি সুবিধা পাবে।

দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল ইসলাম জানান, সুপেয় পানির ব্যবস্থা না হওয়া পর্যন্ত নিয়মিত সেনাবাহিনীর উদ্যোগে উপজেলার রিজার্ভ ছড়া, জোড়া ব্রিজ, নয়মাইল, সীমানা পাড়া, মিলন কার্বারী পাড়া  গ্রামে বিতরণ করা হবে ।

Exit mobile version