দীঘিনালায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
দীঘিনালা উপজেলায় পানিতে ডুবে নারগিস আক্তার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার কবাখালি ইউনিয়নের মুসলিম পাড়ায় এ ঘটনা ঘটে। নারগিস আক্তার ওই এলাকার মোঃ বিল্লাল মিয়ার মেয়ে।
জানা যায়, সকালে বাড়ির পাশে একটি পুকুরের পানিতে নামলে মুহুর্তে তলিয়ে যায় নারগিস আক্তার।পরে খোঁজাখুঁজির পর পুকুরের পানিতে পেয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় তাকে। পরে সেখান থেকে তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
ঘটনাপ্রবাহ: দিঘীনালা উপজেলা, পানিতে ডুবে মৃত্যু
Facebook Comment