parbattanews

দীঘিনালায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের উদ্যোগে ত্রাণ বিতরণ

করোনাভাইরাসের কারনে গৃহবন্দী হতদরিদ্র মানুষের মাঝে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে দীঘিনালা উপজেলার ১শত ৫০ জনের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

শনিবার(১৮ এপ্রিল) চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক এস এম মাসুম রানা এসব ত্রাণ বিতরণ করেন।

এসময় উপজেলার কবাখালী, বেলছড়ি, রশিক নগর জামতলি এলাকায় ঘরে ঘরে গিয়ে গৃহবন্দী মানুষের হাতে ত্রাণ তুলে দেন।

এসময় এসএম মাসুম রানা বলেন, করোনা নামক মহামারীর থেকে পরিত্রাণের জন্য সবাইকে সচেতন হতে হবে, বারবার সাবান দিয়ে হাত ধোয়া, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা বিনা প্রয়োজনে বাড়ি থেকে বাহির না হওয়ার জন্য আহ্বান জানান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি এবং ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচীর প্রধান অতিথি অধ্যাপক আবু তাহের, কেন্দ্রীয় কমিটির যুব বিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম মাসুদ ও মোহাম্মদ মাইনুদ্দিন, মো. আক্তার হোসেন, মো. রবিউল ইসলাম পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদের কেন্দ্রীয় নেত্রী সালমা আক্তার মৌ, ও দীঘিনালা উপজেলার নাগরিক পরিষদের মো. সাদ্দাম হোসেন ও মো. মনসুর আলম হীরা এবং মো. আল আমিন হাওলাদার প্রমুখ।

Exit mobile version