দীঘিনালায় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের ইফতার ও দোয়া মাহফিল

“সর্বক্ষেত্রে পার্বত্য এলাকার সকল নাগরিকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে, এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ দীঘিনালা উপজেলা শাখার উদ্যোগে এতিম ও দুস্থদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ এপ্রিল) কবাখালী আল আমিন বারীয়া নূরানী হিফজ খানায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ দীঘিনালা উপজেলা শাখার সভাপতি মো. জাহিদুল ইসলাম।
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ দীঘিনালা উপজেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক মো. ইয়াসিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ দীঘিনালা উপজেলা শাখার অন্যতম নেতা মো. হুমায়ুন কবির, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ দীঘিনালা উপজেলা শাখার সভাপতি মহি উদ্দীন মাহী, সহ সভাপতি মাইন উদ্দিন প্রমুখ।
দোয়া মাহফিলের পরে কবাখালী আল আমিন বারীয়া নূরানী হিফজ খানার এতিম ও দুস্থ ছাত্রদের নিয়ে ইফতার করা হয়।