parbattanews

দীঘিনালায় পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী 

পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদের উপদেষ্টা মো. মুনসুর আলম হিরা বলেছেন, “বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে উপজাতি কোটা বাতিল করে, সর্বক্ষেত্রে জনসংখ্যা অনুপাতে পার্বত্য কোটা চালু করতে হবে। ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের নামে পার্বত্য এলাকা থেকে বাঙালি উচ্ছেদ বন্ধসহ পার্বত্য চট্রগ্রাম টাস্কফোর্স কর্তৃক অবৈধ পুনর্বাসন ষড়যন্ত্র বাদ দিয়ে বাঙালি পরিবারের পুনর্বাসন করতে হবে।

শুক্রবার উপজেলার স্বপ্নযাত্রা রেস্টুরেন্টে, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের দীঘিনালা উপজেলা শাখার সভাপতি মো.  আল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মো. আলআমিন হাওলাদার, মো. হানিফ, মো. রফিকুল ইসলাম প্রমুখ। পরে  প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

Exit mobile version