parbattanews

দীঘিনালায় পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত

দীঘিনালা প্রতিনিধি:

খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল তলিয়ে গেছে। এতে আমন চাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে। দীঘিনালা-লংগদু সড়কের বড় মেরুং বেইলী সেতু তলিয়ে যাওয়ায় লংগদুর সাথে সড়ক যোগাযোগ বন্ধ। বাবুছড়ার বাঘাইছড়িছড়ার বেইলী সেতু ধসে যাওয়ায় এ সড়কও যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রহমান কবীর রতন জানান, প্রবল বর্ষণে ওপর থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ৮টি গ্রামের ২শতাধিক ঘরবাড়ি তলিয়ে গেছে। সাড়ে তিনশ চাষির সাড়ে তিনশ একর আমন খেত ও ৩০ একর শাক সবজির খেত তলিয়ে গেছে। ছোট মেরুং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪০টি পরিবার আশ্রয় নিয়েছে।

ছোট মেরুং বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কেএম ইসমাইল জানান, ছোট মেরুং বাজার তলিয়ে যাওয়ায় বাজারের দুই শতাধিক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ছয় মাসে ব্যবসায়ীরা পাহাড়ি ঢলের কারণে তিনবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

এলজিইডির উপজেলা প্রকৌশলী নির্মল কুমার শিকদার জানান, পাহাড়ি ঢলে বাবুছড়া এলাকার বাঘাইছড়ি-গোবিন্দ কার্বারী পাড়া সড়কের বাঘাইছড়ি ছড়ার বেইলী সেতুটি ধসে যাওয়ায় এ সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সেতুটি জরুরী ভিত্তিতে মেরামতের জন্য এলজিইডির প্রধান কার্যালয়ে চিঠি দেয়া হয়েছে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা জানান, প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে আমন চাষিরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও কয়েকশ ঘরবাড়ি তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের নামের তালিকা তৈরি করার জন্য জনপ্রতিনিধিদের বলা হয়েছে।

Exit mobile version