parbattanews

দীঘিনালায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

দীঘিনালায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, কামাল হোসেনের ছেলে ফারহান (০২) এবং নূর আলমে মেয়ে নুসরাত জাহান (১৮ মাস)।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে পুকুর ধারে খেলা করার সময় এ ঘটনা ঘটে। নিহতরা সবাই উপজেলার কবাখালী ইউনিয়নের মুসলিম পাড়া গ্রামের বাসিন্দা।

জানা যায়, প্রতিদিনের ন্যায় সোমবার সকালে পুকুর পাড়ে খেলা করতে যায় ফারহান ও নুসরাত। খেলা করার সময় এক পর্যায়ে তারা পুকুরের পানিতে তলিয়ে যায়।

এব্যাপারে রেজাউল করিম জানান, দুপুরে গোসল ও খাওয়া-দাওয়া করানোর জন্য আমরা খোঁজ নিতে যাই, খুঁজে না পেয়ে এক পর্যায়ে পুকুরের পানিতে ভেসে থাকতে দেখি।

পরে উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার মো. আবদুল আলিম জানান, নিহত ছেলেমেয়ে দুটি আমার প্রতিবেশী। তারা পুরো বাড়ি জুড়ে খেলাধুলা করতো। আজও তারা খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে যায়।

দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক উপ সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার ডা. প্রমেশ চাকমা জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

Exit mobile version