parbattanews

দীঘিনালায় পুষ্টি বাগান সৃজনের জন্য চারা ও বীজ বিতরণ

দীঘিনালায় বসতবাড়ির আঙিনায় পুষ্টি বাগান সৃজনের জন্য চারা, বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার (২৪ মে) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ে এ বীজ চারা ও সার বিতরণ করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা যায়, বসতবাড়ির আঙিনায় পুষ্টি বাগান সৃজনের জন্য কৃষি বিভাগ থেকে বীজ চারা ও সার দেয়া হয়। বুধবার (২৪ মে) সকালে উপকারভোগী পরিবার এসব বীজ চারা ও সার গ্রহণ করে।

এব্যাপারে দীঘিনালা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী জানান, বসতবাড়ির আঙিনায় পুষ্টি বাগান সৃজনের জন্য কৃষি বিভাগ থেকে দুটি করে পেপে, লেবু এবং পেয়ারা চারা প্রদান করা হয়। এছাড়া ৫০ কেজি জৈব সার এবং একটি পানি ছিটানোর ঝরনা প্রদান করা হয়।

Exit mobile version