দীঘিনালায় প্রতিবন্ধী ব্যক্তির মাঝে সেনাবাহিনীর অর্থ সহায়তা

দীঘিনালায় দুস্থ ও অসহায় প্রতিবন্ধী এক ব্যক্তিকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (১১ মে) সকালে দি বেবী টাইগার্স দীঘিনালা সেনা জোন সদরে এ অনুদান বিতরণ করা হয়।
এসময় সেনা জোন অধিনায়ক লে. কর্নেল রুমন পারভেজ, পিএসসি’র পক্ষে অনুদান বিতরণ করেন জোন অ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন এমএ মোমেন শিহাব।
নগদ অর্থ সহায়তা পেয়ে বেতছড়ি এলাকার বাসিন্দা নূর মোহাম্মদ বলেন, ‘আমি প্রতিবন্ধী মানুষ। আমার দুই পা নেই। সেনাবাহিনী আমাকে নগদ অর্থ সহায়তা দেওয়ায় বসতবাড়ি তৈরি করতে পারবো। বর্ষা সময়ে পরিবার নিয়ে ঘরে মাথাগুজার ঠাই হবে।’
অনুদান বিতরণকালে দীঘিনালা সেনা জোনের অ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন এমএ মোমেন শিহাব বলেন, ‘দীঘিনালা সেনা জোন সবসময় মানুষের সহযোগিতায় কাজ করে যাচ্ছে। আগামী দিনেও মানুষের সহযোগিতায় সেনাবাহিনীর এই উদ্যোগ অব্যাহত থাকবে।’
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দীঘিনালা সেনা জোনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার (ভারপ্রাপ্ত) এসএম আব্দুল মান্নান।