parbattanews

দীঘিনালায় বন্যাদুর্গত আশ্রয় কেন্দ্রে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প

দীঘিনালা প্রতিনিধি:

দীঘিনালা উপজেলার আশ্রয় কেন্দ্রে মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করেছে দীঘিনালা জোন সেনাবাহিনী। বুধবার (১৩ জুন) উপজেলার কবাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করা হয়।

মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করেন, দীঘিনালা জোনের চিকিৎসা কর্মকর্তা ক্যাপ্টেন ফয়সাল আখতার।

এ সময় কবাখালী ইউনিয়নের মুসমিল পাড়া, জয় কুমার কার্বারী পাড়া, হাচিনসনপুর এবং পূর্ব হাচিনসনপুর গ্রামের প্রায় দুই শতাধিক রোগীর মাঝে চিকিৎসাসেবা এবং বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।

এসময় চিকিৎসা নিতে আসা মোছা. জরিনা বেগম (৫৫) জানান, বন্যার পানিতে ঘরবাড়ি সব ডুবে গেছে। পরশুদিন রাতে এ স্কুলে আশ্রয় নিয়েছি। জ্বর এবং কাশি শুরু হলেও ওষুধ নিতে পারিনি। এখন এ ক্যাম্প থেকে সেনাবাহিনী ওষুধ দিয়েছে। ওষুধ পেয়ে খুব ভালো লাগছে।

এ ব্যাপারে দীঘিনালা জোনের চিকিৎসা কর্মকর্তা ক্যাপ্টেন ফয়সাল আখতার জানান, এ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়া প্রায় দু’শতাধিক রোগীর মাঝে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়। এছাড়া আশেপাশের লোকজনের মাঝেও এ সেবা প্রদান করা হয়।

Exit mobile version