parbattanews

দীঘিনালায় বন্যার্তদের মাঝে ত্রাণ ও খাবার বিতরণ

পাহাড় ধস ও বন্যার কারণে আশ্রয় নেয়া পরিবারের মাঝে দীঘিনালা জোনের সেনাবাহিনীর উদ্যোগে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

এসময় আশ্রয় নেয়া লোকজনের মাঝে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
এছাড়া বিকালে মেরুং ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

বুধবার দীঘিনালা উপজেলার ১নং কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাচিনসনপুর উচ্চ বিদ্যালয়, কবাখালী কিন্ডারগার্টেন স্কুলসহ আশপাশের এলাকার আশ্রয় কেন্দ্রে অর্ধসহস্রাধিক পানিবন্দীদের মাঝে রান্না করা খাবার ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কাশেম, দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ, কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন।

এছাড়া মেরুং ইউনিয়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম। এসময় উপস্থিত ছিলেন দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম ইসমাইল এবং মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রহমান কবির রতন।

Exit mobile version