parbattanews

দীঘিনালায় বন্যা কবলিত পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

দীঘিনালায় বন্যা কবলিত পরিবারের মাঝে সেনাবাহিনী ত্রাণ বিতরণ করেছেন। সোমবার (২০ জুন) দুপুরে দীঘিনালা সেনা জোন বিভিন্ন আশ্রয় কেন্দ্র ও পানিবন্দি পরিবারের মাঝে এ সব ত্রাণ বিতরণ করেন।

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খাগড়াছড়ির দীঘিনালার বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। দীঘিনালার মেরুং ও কবাখালী ইউনিয়নের ২০টি গ্রামের ১ হাজারের বেশি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ৪৫টি পরিবার আশ্রয় নিয়েছে মেরুং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

গত কয়েক দিনের টানা ভারী বর্ষণে মাইনী নদীর উজানের ঢলে এসব গ্রামে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এখনো চলছে থেমে থেমে বর্ষণ। ফলে বন্যা পরিস্থিতি আরো অবনতির আশঙ্কা দেখা দিয়েছে।

মাইনী নদীর পানি বেড়ে দীঘিনালা-লংগদু সড়কের বিভিন্ন সেতু ও পয়েন্ট ডুবে গিয়ে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। মেরুং বাজারসহ আশপাশের বিভিন্ন হাট-বাজারে পানি ঢুকে পড়ায় বন্ধ রয়েছে ওই সব হাট-বাজার । এখন মেরুং ইউনিয়ন বাসীর চলাচলের এক মাত্র মাধ্যম নৌকা।

 

Exit mobile version