parbattanews

দীঘিনালায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখিয়ে ৪শতাধিক শিক্ষার্থীকে শপথ করান ইউএনও

দীঘিনালায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখিয়ে ৪শতাধিক শিক্ষার্থীকে শপথ করিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আরাফাতুল আলম।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে দীঘিনালা উপজেলার অনাথ আশ্রম আবাসিক উচ্চ বিদ্যালয় মাঠে এ শপথ পাঠ অনুষ্ঠিত হয়।

এসময় অনাথ আশ্রম আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১নং মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহামুদা বেগম লাকী, “স্বেচ্ছাসেবী সংগঠন লাল-সবুজ উন্নয়ন সংঘ’র প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল ও অর্থ সম্পাদক শাহাদাৎ হোসেন।

এসময় বিদ্যালয়ের প্রাত্যহিক সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলমের সাথে শিক্ষার্থীরা সমস্বরে হাত উচিয়ে লাল কার্ড প্রদর্শন করে বাল্যবিবাহ, মাদক, ইভটিজিং এবং মিথ্যা বলাকে লাল কার্ড প্রদর্শন করেন।

এসময় দেশপ্রেম, সত্যবাদিতা এবং মানবতাকে সবুজ কার্ড প্রদর্শন করেন।

Exit mobile version