দীঘিনালায় বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত

fec-image

বর্ণিল আয়োজন ও উৎসব মুখর পরিবেশে খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকালে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। তবে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে কাউন্সিল রূপ নেয় জন সমাবেশে।

সম্মেলন বিকাল ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও তার আগেই সম্মেলন স্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। কাউন্সিলকে ঘিরে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে উৎসবের জনপদে পরিণত হয়।

সম্মেলনে শফিকুল ইসলামকে সভাপতি ও মো. জয়নাল আবেদীনকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যের দীঘিনালা উপজেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছার ও প্রধান বক্তা ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা। এসময় বক্তব্য রাখেন, মহিলা দলের নেত্রী জাকিয়া জিন্নাত বির্থী, খাগড়াছড়ি জেলা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক মিন্টু অনিমেষ চাকমা রিংকু।

এসময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়া, কংচাইরী মারমা, বেলাল হোসেন,সাংগঠনিক সম্পাদক আবু তালেব, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়া, স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন ও সাধারণ সম্পাদক জাহিদুল আলম।

কাউন্সিলে ওয়াদুদ ভূইয়া দলীয় নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সরকার পতনের এক দফা আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘বিনাভোটে-অনির্বাচিত সরকার আবারও একই কায়দায় ক্ষমতায় আসার জন্য নানা কূটকৌশলের আশ্রয় নিচ্ছে।’

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাউন্সিল, দীঘিনালা, বিএনপি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন