parbattanews

দীঘিনালায় বিজিবি’র উদ্যোগে গাছের চারা রোপণ ও জলাশয়ে পোনা অবমুক্ত করণ

 

নিজস্ব প্রতিবেদক, দীঘিনালা:

দীঘিনালায় বাবুছড়া ৫১ বিজিবি (বর্ডার গার্ড অব বাংলাদেশ) উদ্যোগে গাছের চারা রোপন  এবং জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় গাছের চারা এবং জলাশয়ে মাছের পোনা

অবমুক্তকরণ কর্মসূচি উদ্ধোধন করেন ৫১ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইকবাল হোসেন ।

এসময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ৫১বিজিবি‘র উপ-অধিনায়ক মেজর এটিএম আহসান হাবিব, দীঘিনালা ইউপি চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, বাবুছড়া ইউপি চেয়ারম্যান সুগত প্রিয় চাকমা, দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, বাবুছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মুজিবর রহমান প্রমূখ।

পরে ব্যাটালিয়নের মধ্যে অর্ধসহস্ত্রাধিক বনজ ও ফলজ গাছের চারা  রোপনসহ ব্যাটালিয়নের  পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের  পোনা অবমুক্ত করা হয়।

Exit mobile version