দীঘিনালায় বিধি নিষেধ বাস্তবায়নে স্থানীয় প্রশাসনের পাশাপাশি মাঠে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ

fec-image

দীঘিনালা উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে সরকারী বিধি নিষেধ বাস্তবায়নে স্থানীয় প্রশাসনের পাশাপাশি যৌথভাবে কাজ করছে, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার বাহিনী। শনিবার (৩ জুলাই) উপজেলার বোয়ালখালী নতুন বাজারে অভিযান পরিচালনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, দীঘিনালা জোনের উপ অধিনায়ক মেজর মো. রেজাওয়ানুজ্জামান খাঁন, পিএসসি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ, নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লা আল ইমরান, দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম পেয়ার আহম্মদ।

এসময় সবাই বোয়ালখালী নতুন বাজার, লারমা স্কোয়ার প্রদক্ষিণ করে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ জানান, করোনা বিধিনিষেধ অমান্য করায় লকডাউনের প্রথম দিনে ৯টি মামলা এবং দ্বিতীয় দিনে ৯টি সহ মোট ১৮টি মামলা দিয়ে জরিমানা আদায় করা হয়েছে। এসময় তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

দীঘিনালা জোনের উপ অধিনায়ক মেজর মো. রেজাওয়ানুজ্জামান খাঁন, পিএসসি জানান, করোনা ভাইরাস প্রতিরোধে সাধারণ জনগনকে সচেতন হতে হবে, এছাড়া করোনা ভাইরাস প্রতিরোধে এবছ বিধি নিষেধ বাস্তবায়নে সেনাবাহিনী প্রস্তুত রয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন