parbattanews

দীঘিনালায় বেসরকারিভাবে ইউপি নির্বাচনে চন্দ্র রঞ্জন চাকমা চেয়ারম্যান পদে নির্বাচিত 

ছবি: চন্দ্র রঞ্জন চাকমা

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ৪নং দীঘিনালা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চন্দ্র রঞ্জন চাকমা চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিভিন্ন কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে এ তথ্য জানা যায়

চেয়ারম্যান পদে চন্দ্র রঞ্জন চাকমার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জীব কান্তি চাকমার চেয়ে ৪৪ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন।

এরমধ্যে চন্দ্র রঞ্জন চাকমা চশমা প্রতীকে ২ হাজার ৪শ ৬৯ ভোট, জীব কান্তি চাকমা মোট সাইকেল প্রতীকে ২ হাজা ৪শ ২৫ ভোট, ধনিতা চাকমা টেবিল ফ্যান প্রতীকে ৪৬৩ ভোট, প্রজ্ঞান জ্যাতি চাকমা আনারস প্রতীকে ১ হাজার ৯শ ৭১ ভোট এবং বিদ্যুৎ বরণ চাকমা নৌকা প্রতীকে ১ হাজার ৫শ ১৮ ভোট পেয়েছেন।

খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিসার মো. সাইদুর রহমান জানান, দীঘিনালায় প্রথমবারের মতো ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই ভোটাররা স্বতস্ফূর্তভাবে নারীপুরুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেছেন।

Exit mobile version