parbattanews

দীঘিনালায় বেসরকারি উদ্যোগে ন্যায্যমূল্যের চাল বিতরণ

দীঘিনালা উপজেলায় বেসরকারি উদ্যোগে ন্যায্যমূল্যের চাল বিতরণ শুরু হয়েছে।এসময় প্রতি কেজি ৩০ টাকা হারে  জন প্রতি ৩ কেজি করে চাল বিক্রি করা হয়।

রোববার(২২ মার্চ) সকালে কাশেম এন্ড বাদার্সের ব্যবসা প্রতিষ্ঠানের উদ্যোগে ন্যায্যমূল্যের চাল বিতরণ উদ্ধোধন করেন, কাশেম এন্ড বাদার্সের স্বত্বাধিকারী এবং বোয়ালখালী বাজার পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ জসিম। এসময় বিভিন্ন এলাকার লোকজন ন্যায্যমূল্যের চাল ক্রয় করতে লাইনে দাড়ান।

চাল নিতে আসা কবাখালী এলাকার মিছির আলী, শাহ আলী, হাসেম আলী জানান, বাজারে প্রতি কেজি চাল ৩৯/৪০ টাকা। তাই বোয়ালখালী বাজারে ব্যাক্তি উদ্যোগে ন্যায্যমূল্যে চাল বিতরণের খবর পেয়ে এখানে চাল নিতে এসেছি| চাল পেয়ে খুব ভালো লাগছে।

এব্যাপারে কাশেম এন্ড বাদার্সের স্বত্বাধিকারী এবং বোয়ালখালী বাজার পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ জসিম জানান, বাজারে চালের দর সহনীয় পর্যায়ে রাখার জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে। চালের বাজার দর নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সুলভ মূল্যের চাল বিতরণ অব্যহত থাকবে।

Exit mobile version