parbattanews

দীঘিনালায় মাদক ও জঙ্গি বিরোধী সভা অনুষ্ঠিত

দীঘিনালা প্রতিনিধি:

দীঘিনালায় মাদকের কুফল এবং জঙ্গি বিরোধী প্রচারণা সর্ম্পকিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫মার্চ ) সকাল ১০টায় ৫১বিজিবি’র উদ্যোগে উপজেলা শিল্পকলা একাডেমিতে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভায় সভাপতিত্ব করেন ৫১ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মো. ইকবাল হোসেন।

সভায় বিশেষ অতিথির ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শেখ শহিদুল ইমলাম, বোয়ালখালী ইউপি চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, উপজেলা কৃষি কর্মকর্তা এমএম শাহনেওয়াজ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মিনহাজ উদ্দীন, মেরুং ইউপি চেয়ারম্যান রহমান কবির রতন এবং মুক্তিযোদ্ধা  মো. মোতালেব সুফী প্রমূখ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, যুব সমাজ ধ্বংসের গোপন হাতিয়ার হল মাদক, যুব সমাজ মাদকে মন থেকে ঘৃনা করতে হবে, যুব শক্তিকে কাজে লাগিয়ে দেশকে উন্নত ও টেকসই করতে হবে। যুবকদের মাঝে মানবতা, মূল্যবোধ, চেতনা জাগ্রত করতে হবে।

 

Exit mobile version