parbattanews

দীঘিনালায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে মানববন্ধন

প্রতিনিধি দীঘিনালা:

“মাদককে না বলি, নারী নির্যাতন এবং বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলি”, এই প্রতিপাদ্য বিষয় নিয়ে দীঘিনালা উপজেলার বঙ্গবন্ধু স্কোয়ারে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার(১৭এপ্রিল) এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি| মানববন্ধন কর্মসূচি সকাল দশটায় শুরু হয়ে এগারো’টায় শেষ হয়।

সকল শ্রেণি পেশার অংশগ্রহণে সম্মিলিত এ মানববন্ধন কর্মসূচিতে ‘মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির আহ্বায়ক এবং উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাজী বিল্লাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শেখ শহিদুল ইসলাম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. মাইনুদ্দীন উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা মোছাম্মত মাহমুদা আক্তার লাকী এবং পাড়া কর্মী মাজেদা খাতুন প্রমুখ|

মানববন্ধন কর্মসূচিতে মাদক, বাল্যবিবাহ, এবং নারী নির্যাতনে প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়|

Exit mobile version