দীঘিনালায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কমিটি গঠন
“মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গীকার” এই স্লোগানকে সামনে রেখে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড দীঘিনালা উপজেলা কমিটির পঞ্চবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৫ মে (রবিবার) সকাল ১০.০০ মি. উপজেলার ২ নং বোয়ালখালী ইউপি পরিষদ মাঠে বীর মুক্তিযোদ্ধার সন্তান এরশাদের সভাপতিত্বে সম্মেলন উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা সন্তান কমান্ডের সভাপতি বীর মুক্তিযোদ্ধার সন্তান হারুন-অর রশিদ।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খাগড়াছড়ি জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রইস উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক জেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা হারুর-অর রশীদ, বীর মুক্তিযোদ্ধা সেলিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবদুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা মোতালেব সুফি।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক সরকার ফারহানা আখতার সুমি।
এসময় দীঘিনালা উপজেলা সন্তান কমান্ডের পঞ্চবার্ষিকী সম্মেলনে মুক্তিযোদ্ধা সন্তান মাহমুদা লাকীকে সভাপতি, ইগলু চৌধুরীকে সহসভাপতি, কামরুজ্জামান সুমনকে সাধারণ সম্পাদক করে পাঁচ বছর মেয়াদী ৫২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়|