দীঘিনালায় মুজিববর্ষ উপলক্ষে ছাগল পেলো ১৭ দুস্থ পরিবার
“মুজিববর্ষে সকল মানুষকে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে দুস্থ পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসনের অর্থায়ন ও ব্যবস্থাপনায় এসব পরিবারের মাঝে ছাগল তুলে দেয়া হয়।
উপজেলা কমপ্লেক্সের সামনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৭ জন দুঃস্থ পরিবারের মাঝে ছাগল তুলে দেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ এর নারী ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ানসহ অনেকে।
এসময় কবাখালী ইউনিয়নের মুসলিম পাড়া গ্রামের রিংকু রাণী দাশ জানান, ছাগল পেয়ে খুব ভালো লাগছে। এটি লালন পালন করবো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ জানান, মুজিববর্ষে সকল মানুষকে স্বাবলম্বী করার লক্ষ্যে খাগড়াছড়ি জেলা প্রশাসনের অর্থায়ন এবং ব্যবস্থাপনায় দীঘিনালায় মোট ১৭টি দুস্থ পরিবারের মাঝে ১৭টি ব্লাক বেঙ্গল ছাগল বিতরণ করা হয়।