দীঘিনালায় মৎস্যচাষীদের মাঝে পোনা বিতরণ ও অবমুক্তকরণ

খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় পোনা মাছ অবমুক্তকরণসহ স্থানীয় মৎস্যচাষীদের মাঝে বিতরণ করা হয়েছে।
বুধবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জলমহল, প্লাবন ভূমি, বর্ষার প্লাবিত ধান ক্ষেত সরাকারি-বেসরকারি প্রাতিষ্ঠানিক জলাশয়ে ২০২৩-২৪ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ করা হয়।
পোনামাছ বিতরণ ও অবমুক্তকরণ কর্মসূচী উদ্ধোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. কাশেম।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলম ও খাগড়াছড়ি জেলা মৎস্য কর্মকর্তা ড. আরিফ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোস্তফা কামাল মিন্টু, উপজেলা মৎস্য কর্তকর্তা অবর্না চাকমা প্রমুখ।
এতে উপজেলা ১৬টি প্রতিষ্ঠানের জলমহল, প্লাবন ভূমি, বর্ষার প্লাবিত ধান ক্ষেত সরাকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানের নিকট পোনা মাছ প্রদান করা হয়।