দীঘিনালায় যুবক হত্যার ঘটনায় মামলা, ৩ সন্দেহভাজন আটক

দীঘিনালায় রাহুল কর্মকার নিহত হওয়ার ঘটনায় নিহতদের মা বিভা রানী কর্মকার বাদী হয়ে দীঘিনালা থানায় মামলা দায়ের করেছেন।
বৃহস্পতিবার (৪ মে) দুপুরে দীঘিনালা থানায় এ হত্যা মামলা দায়ের করা হয়।
এঘটনায় তিন সন্দেহভাজন আসামিকে আটক করেছে দীঘিনালা থানার পুলিশ।
আটককৃতরা হলেন- উপজেলার বেতছড়ি গ্রামের শাহিন আলম(২২), সুধীর মেম্বারপাড়া গ্রামের রাজেস বড়ুয়া(২৬) এবং জনি শীল(৩৪)।
এব্যাপারে দীঘিনালা থানার এসআই এবং মামলার তদন্তকারী কর্মকর্তা হাবিবুর রহমান খান জানান, নিহত রাহুল কর্মকারের মা বিভা রানী কর্মকার বাদী হয়ে একটি হত্যা মামলা গত বৃহস্পতিবার দুপুরে দায়ের করেছেন। তথ্য প্রযুক্তির সহায়তায় তিন সন্দেহভাজন আসামিকে আটক করা হয়েছে। এছাড়া আরো বিভিন্ন বিষয় নিয়ে তদন্ত চলছে।
উল্লেখ্য, গত বুধবার সকালে রাহুল কর্মকারের(৩৩) লাশ উদ্ধার করে দীঘিনালা থানার পুলিশ। সে উপজেলার সুধীর মেম্বারপাড়া গ্রামের মৃত তপন কর্মকারের ছেলে। এসময় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়।