parbattanews

দীঘিনালায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক ওরিয়েন্টেশন

dav

দীঘিনালা প্রতিনিধি:

দীঘিনালায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) সকালে উপজেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা।

কর্মশালায় শিশু ও নারী নির্যাতন, যৌতুক এবং বাল্য বিবাহ প্রতিরোধ, জেন্ডার সমতা, মাদক ও জঙ্গীবাদ প্রতিরোধসহ মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যা, নিরাপদ মাতৃত্ব এবং অটিজম বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

খাগড়াছড়ি জেলা তথ্য অফিস এবং গণযোগাযোগ অধিদফতরের উদ্যোগে কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা: একরামুল আজম, দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম চন্দ্র দেব এবং খাগড়াছড়ি জেলা তথ্য কর্মকর্তা বাপ্পী চক্রবর্তী প্রমুখ।

Exit mobile version