parbattanews

দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’

দীঘিনালা প্রতিনিধি:

দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যের মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়েছে। সোমবার (২৮ মে) উপজেলার বাবুছড়া ইউনিয়নের অালমগীরটিলা ক্যাম্প এলাকার বীরবাহু সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন সেনা বাহিনীর বিশেষজ্ঞ ডাক্তার ক্যাপ্টেন ফয়সাল অাখতার।

এখানে চিকিৎসা নিতে অাসা রাঙ্গাচোখা চাকমা (৬৫) জানান, দীর্ঘদিন যাবৎ পেটের পীড়ায় কষ্ট পেয়ে অাসছিলাম। টাকার অভাবে চিকিৎসা নিতে পারিনি। সেনাবাহিনীর বিনামূল্যের মেডিকেল ক্যাম্প হচ্ছে খবর পেয়ে দ্রুত এসেছি। চিকিৎসা সেবা ও ওষুধ পেয়ে খুব ভালো লাগছে।

এ ব্যাপারে ডা. ক্যাপ্টেন ফয়সাল অাখতার জানান, সেনাবাহিনীর উদ্যোগে এ ধরনের মেডিকেল ক্যাম্প নিয়মিত পরিচালনা করা হয়। বিশেষকরে দুর্গম ও দারিদ্র্যপীড়িত এলাকাগুলোই মেডিকেল ক্যাম্পের জন্যে বেশী গুরুত্ব দেয়া হয়।

এসময় বিভিন্ন দুর্গম এলাকার ১ শত ৮০ জন হতদরীদ্র উপজাতি রোগীর মাঝে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।

Exit mobile version