parbattanews

দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন

খাগড়াছড়ির দীঘিনালায় ২৪ পদাতিক ডিভিশনের আওতাধীন ফরমেশন এডহক রিক্রুট প্রশিক্ষণ সেন্টারের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার জামতলাী এলাকার মানিকছড়ি হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

দীঘিনালা জোনের সহযোগিতায় উপজেলার বোয়ালখালী ইউনিয়নের ৮ ও ৯নং ওয়ার্ডের প্রায় ৩ শতাধিক গরীব, দুস্থ ও অসহায় বাঙালি ও পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষধ সামগ্রী বিতরণ করা হয়।

এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এ অঞ্চলের সাধারণ মানুষের মাঝে আর্ত মানবতার সেবায় কাজ করে যাচ্ছে।

বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন ও ওষুধ বিতরণকালে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন, ফরমেশন এডহক রিক্রুট ট্রেনিং সেন্টারের প্রধান প্রশিক্ষক লে. কর্নেল এহসানুল হক ভূইয়া, দীঘিনালা জোন অধিনায়ক রুম্মন পারভেজ পিএসসি, মেডিকেল ক্যাম্পেইনের অফিসাস ইনচার্জ মেজর মো. তুহিন রহমান, ক্যাপ্টেন এম এম মেহেদী হাসান এএমসি প্রমুখ।

এসময় উপভোগকারীরা বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন ও চিকিৎসা সেবা পেয়ে কৃতজ্ঞতা স্বীকার করেন।

Exit mobile version