parbattanews

দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ক্রীড়া সামগ্রী, সেলাই মেশিন বিতরণ 

দীঘিনালা প্রতিনিধি:

দীঘিনালা জোনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী এবং গরীব ও দুস্থদের মাঝে নগদ অর্থ ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বুধবার জোন সদরে নগদ অর্থ, সেলাই মেশিন  ও ক্রিড়া সামগ্রী তুলে দেন, দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যানট কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ পিএসসি।

উপজেলার বিভিন্ন উপজাতী শিক্ষার্থীদের মাঝে ফুটবল, ভলিবল, ভলিবল নেটসহ অসহায় শিক্ষার্থী এর অভিভাবককে সেলাই মেশিন বিতরণ করা হয়। এসময় এক দরিদ্র অসহায় পঙ্গু ব্যক্তিকে নগদ আর্থিক সাহায্য প্রদান করা হয়।

এসময় জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ বলেন, পার্বত্য অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি ও আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বন্যা, জলোচ্ছ্বাস ও ভূমিধ্বস অথবা প্রাকৃতিক কিংবা মনুষ্য সৃষ্ট যে কোন দূর্যোগ ও দুঃসময়ে বাংলাদেশ সেনাবাহিনী এই অঞ্চলের মানুষের পাশে দাঁড়িয়েছে সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে পরম মমতায়। আর এজন্যই এই অঞ্চলের মানুষের কাছে আস্থা ও নির্ভরতার আর এক নাম বাংলাদেশ সেনাবাহিনী। মূলত বাংলাদেশ সেনাবাহিনী জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য এই কাজগুলো করে যাচ্ছে।

Exit mobile version