parbattanews

দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ত্রাণ বিতরণ

দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে।ত্রাণের ব্যাগে ছিলো ৫ কেজি চাল, আলু ১ কেজি, ১ কেজি ডাল, ১কেজি তেল ইত্যাদি|

মঙ্গলবার(৩১মার্চ )সকালে উপজেলার দুর্গম রথিচন্দ্র কার্বারী পাড়া গ্রামে ঘরে ঘরে গিয়ে ত্রাণের ব্যাগ তুলে দেন দীঘিনালা জোনের লেফটেন্যান্ট সুহৃদ সুভানন।

এদিকে ত্রাণ হাতে পেয়ে আবেগপ্লুত হয়ে পড়েন, উষাই ত্রিপুরা। তিনি আরো জানান, কাজ বন্ধ, তাই ঘরে চাল ডাল কিছুই নাই। সেনাবাহিনীর সহযোগিতা পেয়ে খুবই ভালো লাগছে।

মেরুং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য গণেশ চন্দ্র ত্রিপুরা জানান, এগ্রামের লোকজন অধিকাংশ শ্রমিক এবং কাঠুরে| বাজারে কাঠ বিক্রি করতে পারলেই চাল ডাল কেনে নেয়। কাজও বন্ধ, বাজারও বন্ধ। এমুহুর্তে সেনাবাহিনীর ত্রাণ তাদের খুবই উপকারে আসবে।

এব্যাপারে দীঘিনালা জোনের লেফটেন্যান্ট সুহৃদ সুভানন জানান, গ্রামের একেবারে গরিব এবং অসহায় দারিদ্র্য পঞ্চাশ পরিবারের মাঝে ৫কেজি চাল, আলু ১কেজি, ১কেজি ডাল, ১কেজি তেল হারে বিতরণ করা হয়েছে।

Exit mobile version