parbattanews

দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

রোববার (৫ মার্চ) সকালে উপজেলার ডানে বানছড়া ধীনমুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা সদর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে বানছড়া গ্রাম। এ গ্রামের জনসাধারণ সবাই নিম্ন আয়ের। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দূরবর্তী হওয়া অনেক সময় চিকিৎসাবিহীন রোগশোক নিয়ে দিনাতিপাত করছে বলে জানা যায়।

পরে দীঘিনালা জোনের সেনাবাহিনী খবর পেয়ে দুর্গম ডানে বানছড়া গ্রামে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা সহ ওষুধ প্রদান করেন।

চিকিৎসা নিতে আসা ধনিতা চাকমা (৬০) জানান, দীর্ঘদিন যাবৎ পেট ব্যাথা নিয়ে ভুগছি, ওষুধ কিনতে পারিনি। সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবাসহ ওষুধ পেয়ে খুব ভালো লাগছে।

এ ব্যাপারে দীঘিনালা জোনের মেডিকেল অফিসার ( আরএমও) ক্যাপ্টেন মোস্তাফিজুর রহমান জানান, সকাল ৯টা থেকে শুরু হয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা এখনো চলমান রয়েছে। সব মিলিয়ে প্রায় ৩০০ জন রোগীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান সহ ওষুধ প্রদান করা হবে।

এছাড়া দীঘিনালা জোনের উপ অধিনায়ক মেজর নূর নাফিজ ইসলাম জানান, পার্বত্যাঞ্চলে সেনাবাহিনী সব সময় সাধারণ মানুষের পাশে রয়েছ। প্রত্যন্ত এলাকায় যারা চিকিৎসা সেবা বঞ্চিত হয়ে আসছে তাদের চিকিৎসার্থে এ ডানে বানছড়া গ্রামে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম পরিচালনা করা হয়েছে, ভবিষ্যৎ তা অব্যাহত থাকবে।

নিউজটি ভিডিওতে দেখুন:

দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

Exit mobile version