দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ

খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণ করা হয়েছে।
শনিবার (১১ মার্চ) সকালে উপজেলার ১নং কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চিকিৎসাসেবা প্রদান করা হয়।
চিকিৎসাসেবা প্রদান করেন দীঘিনালা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মুস্তাফিজুর রহমান।
এসময় উপজেলার বিভিন্ন এলাকার ঠোট কাটা, তালু কাটা, বার্ন রোগীসহ অর্ধশতাধিক পাহাড়ি-বাঙালি রোগীর চিকিৎসাসেবাসহ বিনামূল্যে ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।
এব্যাপারে দীঘিনালা জোনের মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন মোস্তাফিজুর রহমান জানান, সকাল ৯টা থেকে শুরু হয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা সন্ধ্যা পর্যন্ত চলে। তিনি আরো জানান, সাধারণ রোগী ছাড়াও ঠোঁট কাটা, তালু কাটা এবং আগুনে পুুড়ে যাওয়া রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করার জন্যে এ মেডিকেল ক্যাম্পেইন করা হয়।
নিউজটি ভিডিওতে দেখুন: