parbattanews

দীঘিনালায় সেনাবাহিনীর মেডিক্যাল ক্যাম্প

দীঘিনালা প্রতিনিধি:

দীঘিনালা জোনের সেনাবাহিনী মেডিক্যাল ক্যাম্প এর মাধ্যমে চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ঔষুধ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বাবুছড়ার চিনালছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল সাড়ে ৯টায় শুরু হয়। মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করেন, দীঘিনালা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন ফয়সাল আখতার।

ক্যাম্পেইনের মাধ্যমে বিভিন্ন দূর্গম এলাকার ২শত ৫১ জন উপজাতি রোগীকে চিকিৎসা সেবা এবং বিনামূল্যে প্রয়োজনীয় ঔষুধ বিতরণ করা হয়।

এব্যাপারে চিকিৎসা নিতে আসে চিনালছড়া ভবতোষ চাকমা (৬৫) জানান, দীর্ঘদিন যাবৎ হাত-পায়ের বাত ব্যাথায় ভোগছিলাম। ওষুধ নিতে পারিনি। সেনাবাহিনীর ওষুধ বিতরণ করার খবর পেয়ে এখানে এসেছি। চিকিৎসা ও ওষুধ পেয়ে খুব ভালো লাগছে।

দীঘিনালা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন ফয়সাল আখতার জানান, সকাল সাড়ে নয়টায় শুরু হয়ে বিকাল তিনটায় শেষ হয়েছে। এই সময়ের মধ্যে ২শত ৫১ জন উপজাতি রোগীকে চিকিৎসা সেবা এবং বিনামূল্যে প্রয়োজনীয় ঔষুধ বিতরণ করা হয়েছে। তিনি আরও জানান, এই মেডিক্যাল ক্যাম্প এর মাধ্যমে উক্ত অঞ্চলের জনসাধারণের দীঘিনালা জোনের উপর আস্থা ও বিশ্বাস বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতেও এই রকম মেডিক্যাল ক্যাম্প নিয়মিত পরিচালনা অব্যাহত থাকবে।

Exit mobile version