parbattanews

দীঘিনালায় স্থানীয় চাহিদা পূরণ করে উৎপাদিত মৎস রেণু সরবরাহ করা হয় পার্শ্ববর্তী উপজেলায়

দীঘিনালা প্রতিনিধি:

দীঘিনালা উপজেলায় সরকারি এবং বেসরকারি ৬শত ৪৫ হেক্টর জলাশয়ে মাছ চাষ করা হয়। উপজেলায় দুই হাজার চৌদ্দ মেট্টিক টন চাহিদার মধ্যে এসব জলাশয়ে এক হাজার দুইশত মেট্টিক টন উৎপাদিত হচ্ছে। এছাড়া আগামী কয়েক বছরের মধ্যে বাদবাকী ঘাটতি মেটানোর চেষ্টা চলছে।

মৎস সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার উপজেলা মৎস দপ্তরে সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন, উপজেলা মৎস কর্মকর্তা অর্বণা চাকমা।

এসময় তিনি আরও বলেন, বর্তমানে দীঘিনালা উপজেলায় উৎপাদিত মৎস রেণু স্থানীয় চাহিদা মিটিয়ে পার্শ্ববর্তী উপজেলা মহালছড়ি, লংগদু এবং বাঘাইছড়ি উপজেলায় সরবরাহ করা হয়ে থাকে।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য মিজ শতরুপা চাকমা। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান গোপাদেবী চাকমা এবং উপজেলা মৎসজীবী সমবায় সমিতির সভাপতি দীপঙ্কর প্রসাদ চাকমা।

Exit mobile version