দীঘিনালায় স্রোতে ভেসে যাওয়া নিখোঁজ যুবকের লাশ ৩০ কি.মি. দূরে উদ্ধার
দীঘিনালায় মাইনী নদীতে লাকড়ি ধরতে গিয়ে স্রোতে ভেসে যাওয়া যুবক রিকন চাকমার (২৫) লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে ৩০ কিলোমিটার দূরে লাশটি পাওয়া যায়।
রোববার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মেরুং ইউনিয়নের উজানছড়ি এলাকায় ভাসমান অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়।
নিখোঁজ রিকন চাকমার বাড়ি উপজেলার ৫নং বাবুছড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের দাদন কারবারিপাড়ায়।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকালে মাইনী নদীতে লাকড়ি ধরতে গিয়ে তিনি নিখোঁজ হন।
৫নং বাবুছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ১নং ওয়ার্ডের সাবেক সদস্য ও দাদন কারবারিপাড়ার বাসিন্দা সমর বিজয় চাকমা বলেন, রিকনের লাশ মাইনী নদীতে ভাসতে দেখে লোকজন খবর দেন। পরে গ্রাম থেকে লোকজন গিয়ে লাশ শনাক্ত করেন। যেখানে লাশ পাওয়া গেছে, তা ঘটনাস্থল থেকে ৩০কিলোমিটার দূরে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মাদ আরাফাতুল আলম জানান, রিকন চাকমার পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।