দীঘিনালায় হানাদার মুক্ত দিবস উপলক্ষে সার্জিক্যাল মাস্ক বিতরণ


দীঘিনালায় হানাদার মুক্ত দিবস উপলক্ষে সার্জিক্যাল মাস্ক বিতরণ করেছে, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড |
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকালে জাতির পিতা ও সকল শহীদদের স্বরণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে, করোনা প্রাদুর্ভাব মোকাবিলায় সার্জিক্যাল মাস্ক বিতরণ কর্মসূচি উদ্ধোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কাশেম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ, উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, দীঘিনালা থানার অফিসার ইনচার্জ উত্তম চন্দ্র দেব, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর ডেপুটি কমান্ডার সেলিম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মোঃ এরশাদ প্রমূখ।
পরে সংগঠনের পক্ষ থেকে ১ হাজার সার্জিক্যাল মাস্ক বিতরণ করা হয়।