parbattanews

দীঘিনালায় ৩৩/১১ কেভি লাইন নির্মাণ এবং উপকেন্দ্রের কার্যক্রম উদ্বোধন

খাগড়াছড়ির দীঘিনালায় ৩৩/১১ কেভি উপকেন্দ্রের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।  শুক্রবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকেন্দ্র উদ্বোধন করেন, শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা সম্পন্ন) বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কাশেম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, তিন পার্বত্য জেলা বিদ্যুৎ উন্নয়ন প্রকল্প পরিচালক প্রকৌলশী উজ্জল বড়ুয়া এবং নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকার। এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি “খাগড়াছড়ি গ্রীড উপকেন্দ্র হতে দীঘিনালা, দীঘিনালা হতে লংগদু উপকেন্দ্র পর্যন্ত ৩৩/১১ কেভি বিদ্যুৎ লাইন নির্মাণ ও কমিশনিং কাজের উদ্বোধন করেন।

উল্লেখ্য খাগড়াছড়ি গ্রীড উপকেন্দ্রসহ তিন পার্বত্য জেলায় বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পের জন্য ৫শ ৬৫ কোটি টাকা ব্যয় করা। নতুন প্রকল্পের মাধ্যমে দীঘিনালা ও লংগদু উপজেলা ২২ হাজার গ্রাহক বিদ্যুৎ সুবিধায় এসেছে।

Exit mobile version