দীঘিনালা-খাগড়াছড়ি সড়কের মোড়ে মোড়ে মৌসুমী ফলের পসরা

দীঘিনালা খাগড়াছড়ি সড়কের মোড়ে মোড়ে বসেছে মৌসুমী ফলের পসরা। এধরনের পশরা বসে প্রতিদিন। আর তাজা বিষমুক্ত ফল পাওয়ায় খুশি পথচারী ও পর্যটকরা।
সরেজমিনে দেখা যায়, দীঘিনালা-খাগড়াছড়ি সড়কের ২০ কিলোমিটার। দু/এক কিলোমিটার যেতেই চোখে পড়ে মৌসুমী ফলের পসরা নিয়ে বসে আছে কৃষাণ-কৃষাণীরা।উপজেলার ভৈরফা মুখ, নয় মাইল, দশ মাইল এবং লারমা স্কয়ার এলাকায় এসব পসরা।
স্থানীয় কৃষাণ-কৃষাণীরা কেউ আম, আবার কেউবা লিচু, কাঠাঁল, জামরুল, রক্তগোটা ইত্যাদি নিয়ে পসরা সাজিয়ে বসেছে। তবে দামে কম পাওয়ায় খুশি ক্রেতারা।
এব্যাপারে কিরণ চাকমা নামে একজন ক্রেতা জানান, বাজারে তাজা ফল পাওয়া যায় না। যদিও পাওয়া যায় তা পুরোপুরি ফরমালিনমুক্ত নন। তাই রাস্তার ধারে বসা কৃষকদের নিকট থেকে কম দামে বিষমুক্ত ফল কিনছি।
এব্যাপারে নয় মাইল এলাকার খগেশ্বর ত্রিপুরা জানান, আমি দুই একর জুড়ে লিচু এবং বিভিন্ন জাতের আম চাষ করেছি। আমি সব ফলই রাস্তার ধারে বিক্রি করেছি। এতে করে পরিবহন খরচ ছাড়াই তাজা বিষমুক্ত ফল সাধারণ পথচারী বা পর্যটকদের নিকট তুলে দিতে পারছি।
নিউজটি ভিডিওতে দেখুন: