parbattanews

দীঘিনালা জোনে ‘জাগ্রত বিশ’র ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দীঘিনালা প্রতিনিধি:

দীঘিনালা জোনে ‘দ্যা ইস্ট বেঙ্গল রেজিমেন্ট-জাগ্রত বিশ’ এর ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার(১৭ অক্টোবার) জোনের দরবার হলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন, খাগড়াছড়ি ডিজিএফআই অধিনায়ক কর্ণেল মাহবুবুর রহমান সিদ্দিকী।

দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল ফেরদৌস জিয়াউদ্দীন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল, লেফটেন্যান্ট কর্ণেল আবদুল্লা আল সাদিক, খাগড়াছড়ি রিজিয়নের জিএসওটুআই মেজর মুজাহিদুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মুহাম্মদ জসিম, কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহ্ঙ্গীর হোসেন, দীঘিনালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, বাবুছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুগত প্রিয় চাকমা।

এসময় জাগ্রত বিশ-এর প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন অপারেশনে নিহত শহীদ পরিবারের ৫জনকে নগদ ২৫ (পচিঁশ) হাজার টাকাসহ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে জাগ্রত বিশ-এর সকল সদস্য, অফিসার এবং আমন্ত্রিত অতিথিরা মধ্যাহ্ন ভোজে অংশ নেন।

Exit mobile version