দীঘিনালা থানায় আনন্দ অনুষ্ঠান


ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন এবং বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন করা হয়েছে।
রোববার (৭ মার্চ) বিকেলে দীঘিনালা থানায় বেলুন উড়িয়ে আনন্দ কর্মসূচি উদ্ধোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম। এসময় তিনি প্রধান অতিথি হিসেবে কেক কাটেন।
আলোচনা সভায় দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম চন্দ্র দেব এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল মিন্টু, দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু এবং কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন।
পরে দীঘিনালা থানায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
ঘটনাপ্রবাহ: অনুষ্ঠান, আনন্দ, থানা
Facebook Comment