parbattanews

দীঘিনালা সেনানিবাসে ‘চিরন্তন আটাশ’ এর প্রতিষ্ঠা বার্ষিকী

Dihginala zone

নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালা জোনে ‘চিরন্তন আটাশ’ এর দশম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। গত মঙ্গলবার জোনের মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন ব্রিগেডিয়ার জেনারেল স. ম. মাহবুব- উল- আলম পিএসসি।

দীঘিনালা জোন অধিনায়ক লে. কর্নেল মহসিন রেজার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, রাঙ্গামাটির বাঘাইহাট জোনের অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার পিএসসি, বাবুছড়া ৫১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. কামাল আহম্মদ পিএসসি, দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা, নারী ভাইসচেয়ারম্যান গোপাদেবী চাকমা, দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ঝর্ণা চাকমা, মৎস কর্মকর্তা অর্বণা চাকমা,

এছাড়া আরো উপস্থিত ছিলেন, বোয়ালখালী বাজার পরিচালনা কমিটির সভাপতি আলহ্জ্বা মো. জসিম, মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোশারফ হোসেন, দীঘিনালা থানা বাজার চৌধুরী জেসমিন চাকমা।

প্রধান অতিথির বক্তব্যে বিগ্রেড কমাণ্ডার বলেন, দীঘিনালা জোন চিরন্তন আটাশের সাম্প্রতিক সময়ে বিভিন্ন সাফল্য তুলে ধরে ভবিষ্যতে এর উত্তোরত্তর সমৃদ্ধি কামনা করেন। পরে উপস্থিত সকলের সাথে দীঘিনালা জোন আয়োজিত প্রীতিভোজে অংশ নেন তিনি।

Exit mobile version