দীঘিনালা সেনা জোন বেবি টাইগার্সের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
খাগড়াছড়ির দীঘিনালায় অসহায় গরিব দুস্থ লোকজনদের মাঝে ঈদ উপহার দিয়েছে সেনা জোন বেবি টাইগার্স।
শুক্রবার (২১ এপ্রিল) সকালে ঈদ উপহার বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রুমন পারভেজ, পিএসসি।
এ সময় সেনা জোনের উপ-অধিনায়ক মেজর নাহিদ হাসান, পিএসসি; আরএমও ক্যাপ্টেন মো. মোস্তফিজুর রহমান, অনারারি ক্যাপ্টেন একেএম নওরোজ ইসলাম উপস্থিত ছিলেন।
ঈদ উপহার হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেন মুসলিম পাড়া গ্রামের শিরিনা বেগম(৫৫), হাচিনসনপুর গ্রামের রাজিয়া বেগম(৬৫)। এসময় তারা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় ৩০ জন অসহায়, গরিব ও দুঃস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
নিউজটি ভিডিওতে দেখুন:
ঘটনাপ্রবাহ: ঈদ উপহার, দীঘিনালা, বেবি টাইগার্স
Facebook Comment