দীপিকার পাশে দাঁড়ালেন অজয়


মা হওয়ার পর দীপিকা আট ঘণ্টার বেশি কাজ করতে নারাজ, আট ঘণ্টার বেশি তিনি কাজ করবেন না—এই মর্মে তিনি সিনেমাটিতে কাজ করার জন্য রাজি হয়েছিলেন। তবে দীপিকার এই কথা একেবারেই মানতে নারাজ ছিলেন পরিচালক। দীপিকার এই শর্তগুলোকে ‘নারীবাদী’ তকমা দিয়ে তাঁকে ছবি থেকে বাদ দিয়ে দেন সন্দীপ।
তবে দীপিকার আট ঘণ্টার কাজের বিষয়টিকে পরিচালক যতই নারীবাদ বলে আখ্যা দেন না কেন, এ ব্যাপারে এবার দীপিকার পাশেই দাঁড়ালেন অজয় দেবগন। সম্প্রতি ‘মা’ ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অজয় দেবগন ও কাজল।
অনুষ্ঠানে কর্মরত মায়েদের আট ঘণ্টা কাজের ব্যাপারে জিজ্ঞাসা করায় কাজল বলেন, ‘আমার মনে হয় এটা খুব ভালো প্রস্তাব।’ তবে কাজল আরও কিছু বলার আগেই তাঁকে থামিয়ে দিয়ে অজয় বলেন, ‘এতে খারাপ কিছু নেই। বেশির ভাগ সৎ চলচ্চিত্র নির্মাতাদের এই প্রস্তাবে অসুবিধা হওয়ার কথা নয়। যেকোনো ক্ষেত্রেই মায়েরা ৮ থেকে ৯ ঘণ্টার শিফটে কাজ করেন। এটাই স্বাভাবিক।’