parbattanews

দীর্ঘদিন পর টেকনাফ-সেন্টমার্টিন জাহাজ চলাচল শুরু

কক্সবাজার প্রতিনিধি:

প্রায় সাত মাস বন্ধ থাকার পর সোমবার(১৩ নভেম্বর) সকালে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে আবার পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। ৩ শতাধিক পর্যটক নিয়ে  জাহাজ কেয়ারী সিন্দাবাদ সকাল ১০টায় টেকনাফ জেটি ঘাট থেকে ছেড়ে যায়।

কেয়ারী সিন্দাবাদের ইনচার্জ শাহ আলম জানান, জাহাজটি দুপুর ১২টায় সেন্টমার্টিন জেটিঘাটে নোঙর করবে। বিকেল ৩টায় সেন্টমার্টিন থেকে জাহাজটি টেকনাফের উদ্দেশ্যে যাত্রা করবে।

এদিকে সাগর উত্তাল থাকায় এবং রেহিঙ্গা অনুপ্রবেশের কারণে  ১ মে থেকে নৌপথে পর্যটক পারাপারে নিয়োজিত জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছিল স্থানীয় প্রশাসন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো. জাহিদ হোসেন ছিদ্দিক জানান,  বিআইডব্লিউটিএ অনুমতির সাপেক্ষে  নৌপথে জাহাজ চলাচল শুরুর অনুমতি দেওয়া হয়েছে।

তিনি জানান, শুরু হওয়া পর্যটন মৌসুমে পর্যায়ক্রমে টেকনাফ সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী আরো ৪টি জাহাজ চলাচল করবে।

Exit mobile version