দুইমাসে আরাকান আর্মি কর্তৃক ১৪৯ জেলে অপহৃত


গত দুই মাসে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি নাফ নদী থেকে ১৪৯ জন জেলে ও মাঝিকে অপহরণ করেছে। একই সময়ে ১২১জনকে ফেরত দিয়েছে এবং এখনো ২৮জন জেলে ও মাঝি আরাকান আর্মির হাতে বন্দী রয়েছে।
সিএইচটি রিসার্চ ফাউন্ডেশনের এক গবেষণায় এ তথ্য জানা গেছে। গবেষণায় ১১ ফেব্রুয়ারি ২০২৫ থেকে ৮ এপ্রিল ২০২৫ সময়ের মধ্যে সংঘটিত এ সংক্রান্ত ঘটনাবলীর তথ্য বিশ্লেষণ করে এ পরিসংখ্যান পাওয়া গেছে। প্রাপ্ত তথ্যে জানা গেছে, অপহৃত ১৪৯জন জেলে ও মাঝির মধ্যে ৯৬ জন বাঙালি এবং ৫৩জন রোহিঙ্গা। একই সময়ে আরাকান আর্মি তাদের ব্যবহৃত ২৩টি বোট বা নৌকা আটক করেছে।
তথ্য বিশ্লেষণে আরো দেখা গেছে, ফেব্রুয়ারি ২০২৫ মাসে ১৭জন বাঙালি ও ৪৫ জন রোহিঙ্গা এবং ৯টি বোট আটক করেছে। এসময়ে তারা ৩৫জনকে ফেরত দিয়েছে। অন্যদিকে মার্চ-২০২৫ মাসে ৬৮জন বাঙালি ও ৮জন রোহিঙ্গাকে এবং ৯টি বোট আটক করেছে। একই সময়ে তারা ৮৬জনকে ফেরত দিয়েছে। একই হিসেবে দেখা গেছে, চলতি এপ্রিল মাসের ৮ তারিখ পর্যন্ত ১১জন বাঙালি ও ৫ বোট আটক করেছে আরাকান আর্মি।
উল্লেখ্য, সম্প্রতি মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি নাফ নদী থেকে বাঙালি ও রোহিঙ্গা জেলেদের আটক করে নিয়ে যাচ্ছে নিয়মিতভাবে। এ ছাড়াও তারা সেন্টমার্টিনগামী বাণিজ্যিক জাহাজগুলোতে গুলিবর্ষণ করার ফলে বেশ কয়েকবার সেন্টমার্টিনের সাথে টেকনাফের যোগাযোগ বন্ধ হয়ে যায়।