দুই বছর পর যুবদলকে ছাড়িয়ে যাবে স্বেচ্ছাসেবক দল
কয়েক বছর আগে অনেকেই স্বেচ্ছাসেবক দল চিনতো না। সক্রিয় কার্যক্রমে স্বেচ্ছাসেবক দল আজ প্রতিষ্ঠিত। স্বেচ্ছাসেবকদল আগামী দুই বছর পর যুবদলকে ছাড়িয়ে যাবে । এ ধারাকে অব্যাহত রেখে পরস্পর সহযোগিতার ভিত্তিতে কাজ করতে হবে। দেশ এখন ক্রান্তীকাল অক্রিম করছে। নিজেদের মধ্যে ভেদাবেদ ভুলে গিয়ে দল ও দেশের জন্য কাজ করতে হবে। আগামীর দেশ জনগণের রায়ে বিএনপির দেশ হবে। এতে কোন রকম পিছপা হলে অস্তিত্ব থাকবে না। তাই জাতীয় নির্বাচনকে সামনে রেখে ওয়াদুদ ভূঁইয়ার হাতকে আরো শক্তিশালী করতে মাটিরাঙ্গা স্বেচ্ছাসেবক দলকে আরো সক্রিয় হয়ে কাজ করার আহবান জানিয়েছেন খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের সভপতি নজরুল ইসলাম।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষে মাটিরাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শুক্রবার ( ২৮ অক্টোবর) দুপুরের মাটিরাঙ্গা উপজেলা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাটিরাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আলম জুয়েলের সঞ্চালনায় ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হালিম শাহরিয়ার মোল্লার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান (সাগর), স্বাগত বক্তা হিসেবে জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ও মাটিরাঙ্গা উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের সমন্বয়ক নুর মোহাম্মদ হৃদয়।
এসময় মাটিরাঙ্গা উপজেলা পৌর ও বিভিন্ন ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।