parbattanews

দুই রোহিঙ্গা মহিলার কোমর থেকে ১১ হাজার ইয়াবা উদ্ধার

টেকনাফ  প্রতিনিধি:

মিয়ানমার থেকে ইয়াবা নিয়ে টেকনাফ সীমান্তের নাইট্যংপাড়া পয়েন্ট দিয়ে আসার পথে ১০ হাজার ৮৭৩ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারীকে আটক করেছে বিজিবি। শনিবার(৪ নভেম্বর) রাতে নাইট্যংপাড়া এলাকা থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মংডু শহরের সুন্দরীপাড়ার মৃত শুক্কুর আলীর স্ত্রী মোছা. পরিমিন (৩৫) ও মৃত মো. রফিকের স্ত্রী হামিদা (৪০)।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এসএম আরিফুল ইসলাম জানান, টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকায় বিজিবির একটি টহলদল রাতে দুইজন মহিলাকে আসতে দেখে তাদের সন্দেহ হওয়ায় চ্যালেঞ্জ করে তাদের শরীর তল্লাশী চালানো হয়।

এসময় দুই মহিলার কাছ থেকে ৩২ লাখ ৬১ হাজার ৯’শ টাকা মূল্যমানের ১০ হাজার ৮৭৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

তিনি আরো জানান, ইয়াবাগুলো বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রাখা এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে তাদেরকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করে পৃথক দুইটি মামলা করা হয়েছে।

Exit mobile version